রাজ্য পুলিশে লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার মার্কশিট

885
0
WB SI

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রার্থীরা পরীক্ষায় কে কত নম্বর পেয়েছেন তার মার্কশিট দেখতে পারেন।

তার জন্য লিঙ্ক পাবেন রাজ্য পুলিশের ওয়েবসাইটে (http://wbpolice.gov.in/wbp/common/WBP_Recruitment.aspx)।

যদিও ২৪ জানুয়ারি এই বিজ্ঞপ্তি সাইটে প্রকাশিত হলেও ২৫ তারিখ বেলা সাড়ে দশটা পর্যন্তও ডাউনলোডের লিঙ্ক আপডেট করা হয়নি, আশা করা যায় অচিরেই তা করা হবে এবং প্রার্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন। প্র

সঙ্গত, ওই পরীক্ষার ফল বেরনোর খবর আমরা ইতিমধ্যেই ২১ জানুয়ারি প্রকাশ করেছি (https://jibikadishari.co.in/?p=9580)।