স্নাতকোত্তর যোগ্যতায় রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

1835
0
Ramakrishna Mission Vidyamandira Admission 2024

রাজ্যের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিরেক্টর অব স্টুডেন্টস ওয়েলফেয়ার এবং ল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

দুটি পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে।

আবেদনের পদ্ধতি: https://www.makautwb.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট পাঠাতে হবে The Registrar, Maulana Abul Kalam Azad University of Technology, NH 12, Haringhata, Post Office- Simhat, Police Station- Haringhata, Nadia- 741249 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে ২৯ আগস্ট ২০২২ তারিখের মধ্যে। ডিরেক্টর অব স্টুডেন্টস ওয়েলফেয়ার পদের ক্ষেত্রে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।

ল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের নোটিসটি দেখতে ক্লিক করুন

 

ডিরেক্টর অব স্টুডেন্টস ওয়েলফেয়ার পদের নোটিসটি দেখতে ক্লিক করুন