এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেডে ২০ জন ম্যানেজমেন্ট ট্রেনি ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে৷
শূন্যপদ: ম্যানেজমেন্ট ট্রেনি: ৯৷
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ১১ (ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার ১, ওয়েব ডেভেলপার ৪, ডেটাবেস ডেভেলপার ২, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ার ১, মোবাইল অ্যাপ ডেভেলপার ২, ওয়েব কনটেন্ট/ গ্রাফিক ডিজাইনার ১)৷
যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ আইটিতে পূর্ণ সময়ের এমসিএ, বিই/ বিটেক/ বিএসসি৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার৷
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ আইটিতে পূর্ণ সময়ের এমসিএ, বিই/ বিটেক/ বিএসসি৷ ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার ও মোবাইল অ্যাপ ডেভেলপার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রি/ যোগ্যতা/ সার্টিফিকেট থাকতে হবে৷ আর, সবক্ষেত্রেই সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা৷
বয়সসীমা: ম্যানেজমেন্ট ট্রেনি পদে বয়স হতে হবে ২৪-৩০ বছরের মধ্যে৷ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ২৫-৩০ বছরের মধ্যে৷ সবক্ষেত্রেই ১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়স ধরা হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পোস্টিং হবে মুম্বইতে আর ম্যানেজমেন্ট ট্রেনি পদে কলকাতা, মুম্বই, লক্ষ্ণৌ, পাটনা, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দিল্লি ও হায়দরাবাদে৷
আবেদনের পদ্ধতি: www.lichousing.com ওয়েবসাইটের Careers: Submit Resume সেকশনে গিয়ে বায়োডেটা জমা করতে হবে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে৷
https://www.lichousing.com/ downloads/Advertisement%20IT% 202020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল