এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডে ২০০টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। LIC HFL Recruitment 2024
অনলাইন আবেদন করা যাবে ১৪ অগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।
যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক। রেগুলার কোর্সে পাশ করে থাকতে হবে,
দূরশিক্ষা মাধ্যমে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন না।
কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। কম্পিউটার অপারেশন/ কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ডিগ্রি/ ডিপ্লোমা/
সার্টিফিকেট থাকতে হবে অথবা হাইস্কুল/ কলেজ/ইনস্টিটউটে কম্পিউটার বা ইনফরমেশন টেকনেলজি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে।
বয়সঃ ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৮ বছরের মধ্যে।
সংরিক্ষত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনোগ্রাফার নিয়োগ
প্রার্থী বাছাই পদ্ধতিঃ অনলাইন পরীক্ষা এবং ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
অনলাইন পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লজিক্যাল রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস,
নিউমেরিক্যাল এবিলিটি, কম্পিউটার স্কিল। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা।
আবেদনের ফিঃ ৮০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
উত্তর ২৪ পরগণায় স্টাফ নার্স নিয়োগ
আবেদনের পদ্ধতিঃ www.lichousing.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১৪ অগস্ট ২২০২৪ তারিখ পর্যন্ত। LIC HFL Recruitment 2024