মেয়েদের নজর কাড়া ফলাফল

304
0
Madhyamik

সম্প্রতি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও হাই-মাদ্রাসা-র ফল প্রকাশিত হয়েছে। অন্যান্য বারের তুলনায় এ বার পাশের হার কম হয়েছে। এ বার পরীক্ষার্থীর সংখ্যাও কম ছিল। নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮।

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এ বার মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও নজর কাড়া ফল করেছে।

উত্তীর্ণ হওয়া ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়ার মধ্যে ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৯০০ জন এবং মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৬৯৮ জন। মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ।

যার মধ্যে মেয়েদের পাশের হার ৮৩.৯০ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৯.২১ শতাংশ।

উচ্চমাধ্যমিকে এ বারে ছেলেদের পাশের হার বেশি। তবে ভাল ফলের নিরিখে মেয়েরা এগিয়ে।

এ বার ৯০ শতাংশ বা তার বেশি পেয়েছেন ৪৭৭৯ জন মেয়ে ও ৩৫৫২ জন ছেলে।

সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে ৩৯.৯৪ শতাংশ ছেলে এবং ৬০.০৬ শতাংশ মেয়ে পাশ করেছেন।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এর মতো হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষারও ফল বের হয়েছে। সেখানেও নজর কেড়েছে মেয়েরা।

এ বারে হাই মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩ হাজার ২৬২ জন, এদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৬৩৮ জন, ছাত্রী ২৮ হাজার ৬২৪ জন।

উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার। হাই মাদ্রাসায় সমস্ত জেলা মিলিয়ে সার্বিক ভাবে ৬১.৪৮ শতাংশ ছাত্রী এবং ৩৮.৫২ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছেন।

উপরোক্ত বিভিন্ন পরিসংখ্যানই জানাচ্ছে মেয়েরা দিন দিন বেশি করে শিক্ষামুখী হচ্ছে।