মাদ্রসা এসএলএসটির দ্বিতীয় কাউন্সেলিং ২৩ সেপ্টেম্বর

846
0
Madrasa Exam, Madrasa Result, Madrasa SLST Result

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ষষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্ট -এর ওয়েট লিস্ট প্রার্থীদের জন্য দ্বিতীয় দফায় কাউন্সেলিং নেওয়া হবে। রাজ্য মাদ্রসা সার্ভিস কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওয়েটলিস্ট-এ যে প্রাথীরা ছিলেন তাঁদের মধ্যে থেকে ওয়েট লিস্ট র‍্যাঙ্ক অনুযায়ী এবং বিষয় অনুযায়ী একটি তালিকা প্রকাশ করা হবে। এই প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর, ২০১৮ কাউন্সেলিং হবে।

বাছাই প্রার্থীরা এসএলএসটির ১০ ডিজিট রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কাউন্সেলিং লেটার ডাউনলোড করে নিতে পারবেন। বিষয় ভিত্তিক কাউন্সেলিং শিডিউলও ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কাউন্সেলিং স্থান: Moulana Abul Kalam Azad Bhavan, DD-45, Sector –I, Saltlake, Kolkata – 700046

কাউন্সেলিং সময়: সকাল ১১ টা থেকে।

কাউন্সেলিং সিডিউল দেখার লিঙ্ক –  http://wbmsc.com/sch_counseling.htm

কাউন্সেলিং কল লেটার সাউনলোড লিঙ্ক –   http://wbmsc.com/cletter_download.htm 

 

 

Madrasa Exam, Madrasa Result, Madrasa SLST Result