মালদা জেলার (Malda district recruitment) ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত চুক্তির ভিত্তিতে নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর -1521/DLSA/2021, Date: 14.09.21
শূন্যপদ : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার ১ টি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার ১ টি, গ্রুপ ডি ১ টি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :
১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন, এর সাথে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এপ্লিকেশনে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার টাইপিং-এ ২০ টি শব্দ প্রতি মিনিট ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে।
২) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন, এর সাথে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এপ্লিকেশনে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার টাইপিং-এ ২০ টি শব্দ প্রতি মিনিট ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে।
৩) গ্রুপ ডি – স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ন হতে হবে।
বয়সসীমা : সংশ্লিট পদগুলির জন্য বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
আরও চাকরির খবর পড়ুন : আসাম রাইফেলস সারা দেশ থেকে ১২০০ তরুণ-তরুণী নিয়োগ
বেতনক্রম : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদের জন্য মাসিক ১৩,৫০০ এবং গ্রুপ ডি পদের জন্য মাসিক ১২ হাজার টাকা।
আবেদন : আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথির এটাস্টেড কপি, একটি ২৫/১১ সেমি মাপের প্রয়োজনীয় স্ট্যাম্প সাঁটানো খাম দিতে হবে। অর্ডিনারি, রেজিস্টার্ড বা স্পিড পোস্টে আবেদন পাঠানো যাবে।
আবেদন ফি : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদের জন্য ৩০০ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য ২০০ টাকা। আবেদন ফি জমা দিতে হবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি-র নামে SBI AC No – 40084182686, IFSC Code : SBIN0000129 অ্যাকাউন্টে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Chairman, District Legal Service Authority, Malda.
আবেদন পত্র নমুনা ডাউনলোড লিঙ্ক : ক্লিক করুন
বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন