মালদায় লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়র, গ্রুপ ডি নিয়োগ

3361
0
Government Job in West Bengal, dakshin dinajpur recruitment, Dakshin Dinjapur District Court, District Judge Court Job

মালদা জেলার (Malda district recruitment) ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত চুক্তির ভিত্তিতে নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর -1521/DLSA/2021, Date: 14.09.21

শূন্যপদ : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার ১ টি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার ১ টি, গ্রুপ ডি ১ টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :
১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন, এর সাথে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এপ্লিকেশনে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার টাইপিং-এ ২০ টি শব্দ প্রতি মিনিট ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে।

২) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ন, এর সাথে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার এপ্লিকেশনে সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার টাইপিং-এ ২০ টি শব্দ প্রতি মিনিট ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে।

৩) গ্রুপ ডি – স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ন হতে হবে।

বয়সসীমা : সংশ্লিট পদগুলির জন্য বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।

আরও চাকরির খবর পড়ুন : আসাম রাইফেলস সারা দেশ থেকে ১২০০ তরুণ-তরুণী নিয়োগ

বেতনক্রম : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদের জন্য মাসিক ১৩,৫০০ এবং গ্রুপ ডি পদের জন্য মাসিক ১২ হাজার টাকা।

আবেদন : আগামী ১৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় নথির এটাস্টেড কপি, একটি ২৫/১১ সেমি মাপের প্রয়োজনীয় স্ট্যাম্প সাঁটানো খাম দিতে হবে। অর্ডিনারি, রেজিস্টার্ড বা স্পিড পোস্টে আবেদন পাঠানো যাবে।

আবেদন ফি : লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টস কাম অফিসার ও লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদের জন্য ৩০০ টাকা এবং গ্রুপ ডি পদের জন্য ২০০ টাকা। আবেদন ফি জমা দিতে হবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি-র নামে SBI AC No – 40084182686, IFSC Code : SBIN0000129 অ্যাকাউন্টে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Chairman, District Legal Service Authority, Malda.

আবেদন পত্র নমুনা ডাউনলোড লিঙ্ক : ক্লিক করুন

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন