মাধ্যমিক পাশ যোগ্যতায় মালদা পুরসভায় চাকরি

2289
0
Courtesy: Jan Swasthya Sahyog

মালদার ইংলিশ বাজার পুরসভায় ৩৮ জন অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ করা হবে (malda health worker)। মেমো নম্বর: 1329/VIII-II/21-22, Date: 28.09.2021.

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

যোগ্যতা: বিবাহিত/বিবাহবিচ্ছিনা/বিধবা মহিলারা এই পদের জন্য আবেদন যোগ্য। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে।

সামাজিক কাজের ইচ্ছা বা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে মালদার ইংলিশ বাজার পুরসভার বাসিন্দা হতে হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৪৫০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদেনর পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.englishbazarmunicipality.org অথবা www.malda.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবেন।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে

‘The Chairperson Board of Administrators/Executive Officer of the English Bazar Minicipality, Malda’ ঠিকানায়।

পৌঁছতে হবে ২৬ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে। উক্ত ঠিকানায় রাখা ড্রপ বাক্সেও আবেদনপত্র জমা করা যাবে (malda health worker)।

আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে ও নোটিসটি দেখতে ক্লিক করুন