ভারত ডায়নামিক্সে ম্যানেজমেন্ট ট্রেনি, অফিসার ও ম্যানেজার নিয়োগ

859
0

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারত ডায়নামিক্স লিমিটেডে ৪৬ জন ম্যানেজমেন্ট ট্রেনি, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, মেডিক্যাল অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে (Management Trainee job)৷ ADVT No. 2021-2.

শূন্যপদ: জেনারেল ম্যানেজার (এইচআর): ১, ডেপুটি জেনারেল ম্যানেজার (নিউ প্রোজেক্ট): ৩, মেডিক্যাল অফিসার: ২, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেফটি): ৩, ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রনিক্স): ১২,

ম্যানেজমেন্ট ট্রেনি (মেকানিক্যাল): ৯, ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল): ৩, ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল): ৩, ম্যানেজমেন্ট ট্রেনি (কম্পিউটার সায়েন্স): ২,

ম্যানেজমেন্ট ট্রেনি (অপটিক্স): ১, ম্যানেজমেন্ট ট্রেনি (বিজনেস ডেভলপমেন্ট): ১, ম্যানেজমেন্ট ট্রেনি (ফিনান্স): ৩, ম্যানেজমেন্ট ট্রেনি (এইচআর): ৩৷

বেতনক্রম: জেনারেল ম্যানেজার পদে ১০০০০০-২৬০০০০ টাকা, ডেপুটি জেনারেল ম্যাননেজার পদে ৮০০০০-২২০০০০ টাকা,

বাকি সবকটি পদের ক্ষেত্রে ৪০০০০-১৪০০০০ টাকা (Management Trainee job)৷

যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি৷

জেনারেল ম্যানেজার (এইচআর): ফার্স্ট ক্লাস এমবিএ বা সমতুল/এইচআর বা পার্সোনেল ম্যানেজমেন্টেট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা৷ সঙ্গে অন্তত ১৮ বছরের কাজের অভিজ্ঞতা৷

ডেপুটি জেনারেল ম্যানেজার: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডি্রি সঙ্গে অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা৷

মেডিক্যাল অফিসার: এমবিবিএস বা এমএস/ এমডি সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা৷

আবেদনের ফি: ৫০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: https://i-register.in/kesarreg0621/frmdeclaration.aspx#no-back-button লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ জুলাই রাতত ১১টা পর্যন্ত৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন

 

ভারত পেট্রোলিয়ামে ১৬৮ অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে  ক্লিক করুন