এনবিসিসি লিমিটেডে ৩৫ ম্যানেজমেন্ট ট্রেনি

1768
0
trainee

ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে  (এনবিসি লিমিটেড) ৩৫ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে (management trainee jobs)।

বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২১। বৈধ গেট স্কোর থাকতে হবে।

শূন্যপদ: ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল), ই-১: ২৫ (অসংরক্ষিত ১১, ওবিসি ৭, তপশিলি জাতি ৫, ইডব্লুএস ২)।

ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেক্ট্রিক্যাল) ই-১: ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ১, ইডব্লুএস ১)।

বয়সসীমা: ২১ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি বা সমতুল। গেট ২০২০ পাশ করে থাকতে হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.nbccindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ মার্চ সকাল ১০টা থেকে ২১ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত (management trainee jobs)।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন

কোথায় কী চাকরির আবেদন চলছে দেখতে ক্লিক করুন