Site icon জীবিকা দিশারী

ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে ৬০ ম্যানেজমেন্ট ট্রেনি


ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে ৬০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত৷

শূন্যপদ: ৬০ (অসংরক্ষিত ২৭, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৬, ইডব্লুএস ৫)৷

যোগ্যতা: ম্যানেজমেন্ট ট্রেনি (কর্পোরেট লোন অ্যান্ড অ্যাডভান্স/ প্রজেক্ট ট্রেড/ লাইনস অব ক্রেডিট/ ইন্টারনাল ক্রেডিট অডিট/ রিস্ক ম্যানজেমেন্ট/ কম্পাইলেন্স/ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস): এমবিএ/ পিজিডিবিএ সঙ্গে ফিনান্সে স্পেশ্যালাইজেশন অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে এবং এমবিএ/ পিজিডিবিএ দু বছরের পূর্ণ সময়ের কোর্স হতে হবে৷

ম্যানেজমেন্ট ট্রেনি (ল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ল/ এলএলবি৷

ম্যানেজমেন্ট ট্রেনি (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স/ ইন্ডাস্ট্রি/ কান্ট্রি রিস্ক অ্যানালিসিস অ্যান্ড ইকনোমিক রিসার্চ): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইকনোমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে ইন্টারন্যাশনাল ট্রেডে/ ফিনান্স ইকনোমিক্স/ ইন্ডাস্ট্রিয়াল ইকনোমিক্স/ এগ্রিকালচারাল ইকনোমিক্সে স্পেশ্যালাইজেশন৷

ম্যানেজমেন্ট ট্রেনি (ইনফরমেশন টেকনোলজি): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিই/ বিটেক অথবা যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে এমসিএ৷

ম্যানেজমেন্ট ট্রেনি (হিউম্যান রিসোর্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে এইচআর/ পার্সোনেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা বা ডিগ্রি৷

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

স্টাইপেন্ড: প্রতি মাসে ৪০০০০ টাকা৷

আবেদনের ফি: ৬০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা৷৷

আবেদনের পদ্ধতি: https://www.eximbankindia.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত৷

 

https://www.eximbankindia.in/Assets/pdf/careers/exim-bank-122020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন:       https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Exit mobile version