রিজার্ভ ব্যাঙ্কে ২৯ ম্যানেজার

1466
0
Current Affairs 8th February

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড মুম্বইয়ের মাধ্যমে ২৯ জন লিগ্যাল অফিসার গ্রেড বি, ম্যানেজার (টেকনিক্যাল সিভিল) ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Manager ) (রাজভাষা, প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি) নিয়োগ করবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: লিগ্যাল অফিসার গ্রেড বি: ১১, ম্যানেজার (টেকনিক্যাল সিভিল): ১, অ্যাসিস্ট্যান্ট ম্যানজোর (রাজভাষা): ১২, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোটোকল অ্যান্ড সিকিউরিটি): ৫।

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে-কোনো শাখায় স্নাতক বা সমতুল টেকনিক্যাল বা প্রফেশনাল যোগ্যতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইন লেখা পরীক্ষা হবে ১০ এপ্রিল ২০২১ (Manager )।

যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে, আমাদের পোর্টালেও জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল