ব্যাঙ্ক অব বরোদার ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস দপ্তরে চুক্তির ভিত্তিতে ৫১১ রিলেশনশিপ ম্যানেজার(manager recruitment),
গ্রুপ হেড, টেরিটোরি হেড, প্রোডাক্ট হেড ও আইটি ফাংশানাল অ্যানালিস্ট নিয়োগ করা হবে৷
অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত৷
শূ্ন্যপদ: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: ৪০৭, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার: ৫০, টেরিটোরি হেড: ৪৪, গ্রুপ হেড: ৬,
প্রোডাক্ট হেড (ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ): ১, হেড (অপারেশনস অ্যান্ড টেকনোললজি): ১,
ডিজিটাল সেলস ম্যানেজার: ১, আইটি ফাংশানাল ম্যানেজার: ১৷
যোগ্যতা ও বয়স: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা৷
বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷ বয়স হতে হবে ২৪-৩৫ বছরের মধ্যে৷
ই- ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা৷
বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷ বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে.
টেরিটোরি হেড: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৬ বছরের অভিজ্ঞতা৷
বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷
বয়স হতে হবে ২৭-৪০ বছরের মধ্যে৷
গ্রুপ হেড: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা৷
বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷
বয়স হতে হবে ৩১-৪৫ বছরের মধ্যে৷
প্রোডাক্ট হেড: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা৷
বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷
বয়স হতে হবে ২৮-৪৫ বছরের মধ্যে৷
হেড: (অপারেশনস অ্যানন্ড টেকনোলজি): যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা৷ বয়স হতে হবে ৩১-৪৫ বছরের মধ্যে৷
ডিজিটাল সেলস ম্যানেজার: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা৷
বয়স হতে হবে ২৬-৪০ বছরের মধ্যে৷
আইটি ফাংশানাল অ্যানালিস্ট: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা৷ বয়স হতে হবে ২৬-৩৫ বছরের মধ্যে৷
সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে এবং
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সম্পূর্ণ হতে হবে ১ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷
আবেদনের ফি: ৬০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিরক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ১০০ টাকা৷
আবেদনের পদ্ধতি: www.bankofbaroda.co.in/
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷
অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত (manager recruitment)৷
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন