সিড্যাকে ১১২ প্রোজেক্ট ম্যানেজার ও ইঞ্জিনিয়ার

1096
0
CDAC Recruit Picture

ভারত সরকারের মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীন সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভান্স কম্পিউটিংয়ে (C-DAC) ১১২ জন প্রোজেক্ট ম্যানেজার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: C-DAC/Noida/02/April/2021.

সবকটি পদেই দু বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে৷ পরবর্তীকালে কোম্পানি মনে করলে চুক্তির মেয়াদ বাড়াতে পারে৷

বয়সসীমা: প্রোজেক্ট ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৩৭ বছর৷ সবক্ষেত্রেই ৩১ মার্চ ২০২১ তারিখের হিসেবে বয়স ধরূ হবে৷

আবেদনের পদ্ধতি: https://cdac.in/index.aspx ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ৭ মে পর্যন্ত৷

https://cdac.in/index.aspx?id=ca_noida_PM_TechMgmt_HI1_April2021 লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷