Site icon জীবিকা দিশারী

ব্যাঙ্ক অব বরোদাতে ৫১১ ম্যানেজার

Current Affairs 8th March

ব্যাঙ্ক অব বরোদার ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস দপ্তরে চুক্তির ভিত্তিতে ৫১১ রিলেশনশিপ ম্যানেজার(manager recruitment),

গ্রুপ হেড, টেরিটোরি হেড, প্রোডাক্ট হেড ও আইটি ফাংশানাল অ্যানালিস্ট নিয়োগ করা হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত৷

শূ্ন্যপদ: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: ৪০৭, ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার: ৫০, টেরিটোরি হেড: ৪৪, গ্রুপ হেড: ৬,

প্রোডাক্ট হেড (ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসার্চ): ১, হেড (অপারেশনস অ্যান্ড টেকনোললজি): ১,

ডিজিটাল সেলস ম্যানেজার: ১, আইটি ফাংশানাল ম্যানেজার: ১৷

যোগ্যতা ও বয়স: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা৷

বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷ বয়স হতে হবে ২৪-৩৫ বছরের মধ্যে৷

ই- ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা৷

বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷ বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে.

টেরিটোরি হেড:  যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৬ বছরের অভিজ্ঞতা৷

বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷

বয়স হতে হবে ২৭-৪০ বছরের মধ্যে৷

গ্রুপ হেড: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা৷

বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷

বয়স হতে হবে ৩১-৪৫ বছরের মধ্যে৷

প্রোডাক্ট হেড: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা৷

বাঞ্ছনীয়: দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ম্যানেজমেন্টে ডিপ্লোমা৷

বয়স হতে হবে ২৮-৪৫ বছরের মধ্যে৷

হেড: (অপারেশনস অ্যানন্ড টেকনোলজি): যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা৷ বয়স হতে হবে ৩১-৪৫ বছরের মধ্যে৷

ডিজিটাল সেলস ম্যানেজার: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা৷

বয়স হতে হবে ২৬-৪০ বছরের মধ্যে৷

আইটি ফাংশানাল অ্যানালিস্ট: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা৷ বয়স হতে হবে ২৬-৩৫ বছরের মধ্যে৷

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে এবং

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স সম্পূর্ণ হতে হবে ১ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ৬০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিরক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ১০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: www.bankofbaroda.co.in/Careers.htm লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷

অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত (manager recruitment)৷

 বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

Exit mobile version