পিএনবিতে ১০০ সিকিউরিটি ম্যানেজার

2603
0

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০০ জন ম্যানেজার সিকিউরিটি নিয়োগ করা হবে (PNB)। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

শূন্যপদ: ১০০ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৮, ওবিসি ২৭, ইডব্লুএস ১০)।

বেতনক্রম: ৪৮১৭০-৬৯৮১০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি। আর্মি/ নেভি/ এয়ারফোর্সে ৫ বছর কাজ করে থাকতে হবে অথবা প্যারা মিলিটারি/ সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন/ গেজেটেড পুলিশে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট/ ডেপুটি সুপারিন্টেনডেন্ট হিসেবে ৫ বছর কাজ করে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে। সামরিক মেডিক্যাল ফিটনেস হত হবে শেপ-১।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র পোস্টেজ চার্জ বাবদ ৫০ টাকা দিতে হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে-কোনো শাখায় নগদে ফি জমা দিতে হবে। সেজন্য www.pnbindia.in ওয়েবসাইটে আবেদনের সময় ক্যাশ ভাউচার ডাউনলোড করতে হবে।

আবেদনের পদ্ধতি: www.pnbindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে (PNB)। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

পূরণ করা আবেদনপত্র সহ অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদি স্পিড বা রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হবে

Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, Corporte Office Plot No 4, Sector 10, Dwarka, New Delhi 110075 ঠিকানায়।

পৌঁছতে হবে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে। খামের উপরে লিখতে হবে ‘Application for the post of Manager-Security’

https://www.pnbindia.in/Recruitments.aspx লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল