মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি

842
0
Marine Engineering

ইন্ডিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে৷

আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলি হল- বিটেক (মেরিন ইঞ্জিনিয়ারিং), বিটেক (ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং),

বিএসসি (নটিক্যাল সায়েন্স), বিবিএ (লজিস্টিক্স, রিটেলিং অ্যান্ড ই কমার্স), ডিএনএস (ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স), বিএসসি (শিপ বিল্ডিং অ্যান্ড রিপেয়ার)৷

পোস্ট গ্র্যাজুয়েট কোর্সগুলি হল- এমবিএ (পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট), এমবিএ (ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট),

এমটেক (মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট), এমটেক (ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং), এমটেক (ড্রেজিং অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিং)৷

এছাড়াও মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সও করা যাবে৷ বিস্তারিত জানা যাবে www.imu.edu.in ওয়েবসাইটে৷