ম্যাজাগন ডকে ৪২৫ অ্যাপ্রেন্টিস

1346
0
Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৪২৫ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Mazagon dock apprentice)৷

অনলাইন আবেদন করা যাবে ১০ আগস্ট ২০২১ পর্যন্ত৷

শূন্যপদ ও যোগ্যতা: গ্রুপ এ: ড্রাফটসম্যান মেকানিক্যাল: ২০, ইলেক্ট্রিশিয়ান: ৩৪,

ফিটার: ৬২, পাইপ ফিটার: ৭২, স্ট্রাকচারাল ফিটার: ৬৩৷ যোগ্যতা দশম শ্রেণি পাশ৷

গ্রুপ বি: ফিটার স্ট্রাকচারাল: ২০, ইলেক্ট্রিশিয়ান: ১৫, পাইপ ফিটার: ১৫, ওয়েল্ডার: ১৫,

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১৫, কার্পেন্টার: ২১৷ যোগ্যতা আইটিআই পাশ৷

গ্রুপ সি: রিগার: ৪৭, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক: ২৬৷ যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ৷

বয়সসীমা: গ্রুপ এ-র ক্ষেত্রে বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে, গ্রুপ বি-র ক্ষেত্রে বয়স হতে হবে ১৬-২১ বছরের মধ্যে এবং গ্রুপ সি পদে বয়স হতে হবে ১৪-১৮ বছরের মধ্যে৷

সবক্ষেত্রেই ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: গ্রুপ এ-র ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর, গ্রুপ বি-তে এক বছর (Mazagon dock apprentice)৷

গ্রুপ সি-তে রিগার পদের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর এবং ওয়েল্ডার ট্রেডে ১ বছর ৩ মাস৷ সবক্ষেত্রে অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, মেডিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের পদ্ধতি: https://mazagondock.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ এছোড়া সরাসরি https://mazagondock.in/mdlapprentice/Login.aspx?msg=e লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করা যাবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট পর্যন্ত৷

নোটিসটি দেখতে  ক্লিক করুন