ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস নিয়োগ

895
0
Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৮৬ জন গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷

যে সমস্ত ট্রেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সেগুলি হল- মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকম,

সিভিল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, কম্পিউটার বা শিপবিল্ডিং টেকনোলজি,

সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রি কোর্স পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল,

সংশ্লিষ্ট ট্রেডে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷

ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷

https://portal.mhrdnats.gov.inপোর্টালে গিয়ে প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে,

এরপর ম্যাজাগন ডকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে৷

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ আবেদন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত৷

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য https://mazagondock.in ওয়েবসাইট থেকে জানা যাবে৷