ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস

918
0
Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৪৪৫ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Mazagon dock apprentice 2022)। বিজ্ঞপ্তি নম্বর: MDLATS/01/2022.

শূন্যপদ: গ্রুপ এ (দশম শ্রেণি পাশ): ইলেক্ট্রিশিয়ান: ৪০ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১২, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

ফিটার: ৪২ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১২, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

পাইপ ফিটার: ৪০ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১২, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

স্ট্রাকচারাল ফিটার: ৪২ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১২, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

গ্রুপ বি (আইটিআই পাশ): ফিটার: ৫০ (অসংরক্ষিত ২২, ওবিসি ১৫, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)।

ইলেক্ট্রিশিয়ান: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

আইসিটিএসএম: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

ইলেক্ট্রনিক মেকানিক: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

ওয়েল্ডার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

কার্পেন্টার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

গ্রুপ সি (অষ্টম শ্রেণি পাশ): রিগার: ৩১ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৯, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৪০ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১২, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়সীমা: গ্রুপ এ-র ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর। প্রথম তিন মাস প্রতি মাসে ৩০০০ টাকা,

পরের ৯ মাস প্রতি মাসে ৬০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৬৬০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

গ্রুপ বি-এর ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। পাইপ ফিটার, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে

৭৭০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, অন্যান্য ডিসিপ্লিনের ক্ষেত্রে ৮০৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

গ্রুপ সি-এর রিগার ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর, প্রথম ৩ মাস ২৫০০ টাকা,

পরের ৯ মাস ৫০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৫৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ওয়েল্ডার ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর ৩ মাস।

রাজ্য পুলিশে এসআই নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন

বয়সসীমা: গ্রুপ এ-র ক্ষেত্রে বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে এবং গ্রুপ বি-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৬-২১ বছরের মধ্যে।

গ্রুপ সি-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৪-১৮ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে

এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই ও মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত ম্যাজাগন ডকের ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষাকেন্দ্র হবে মুম্বই, নাগপুর, পুণে ও ঔরঙ্গাবাদে।

আবেদনের পদ্ধতি: https://mazagondock.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

অনলাইন পরীক্ষা হবে ৩০ জুলাই ২০২২ তারিখে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে (Mazagon dock apprentice 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন