Site icon জীবিকা দিশারী

ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস

Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৪৪৫ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Mazagon dock apprentice 2022)। বিজ্ঞপ্তি নম্বর: MDLATS/01/2022.

শূন্যপদ: গ্রুপ এ (দশম শ্রেণি পাশ): ইলেক্ট্রিশিয়ান: ৪০ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১২, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

ফিটার: ৪২ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১২, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

পাইপ ফিটার: ৪০ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১২, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

স্ট্রাকচারাল ফিটার: ৪২ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১২, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

গ্রুপ বি (আইটিআই পাশ): ফিটার: ৫০ (অসংরক্ষিত ২২, ওবিসি ১৫, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)।

ইলেক্ট্রিশিয়ান: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

আইসিটিএসএম: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

ইলেক্ট্রনিক মেকানিক: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

ওয়েল্ডার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

কার্পেন্টার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

গ্রুপ সি (অষ্টম শ্রেণি পাশ): রিগার: ৩১ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৯, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৪০ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১২, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়সীমা: গ্রুপ এ-র ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর। প্রথম তিন মাস প্রতি মাসে ৩০০০ টাকা,

পরের ৯ মাস প্রতি মাসে ৬০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৬৬০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

গ্রুপ বি-এর ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। পাইপ ফিটার, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে প্রতি মাসে

৭৭০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে, অন্যান্য ডিসিপ্লিনের ক্ষেত্রে ৮০৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

গ্রুপ সি-এর রিগার ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর, প্রথম ৩ মাস ২৫০০ টাকা,

পরের ৯ মাস ৫০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৫৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ওয়েল্ডার ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর ৩ মাস।

রাজ্য পুলিশে এসআই নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন

বয়সসীমা: গ্রুপ এ-র ক্ষেত্রে বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে এবং গ্রুপ বি-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৬-২১ বছরের মধ্যে।

গ্রুপ সি-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৪-১৮ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে

এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই ও মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত ম্যাজাগন ডকের ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষাকেন্দ্র হবে মুম্বই, নাগপুর, পুণে ও ঔরঙ্গাবাদে।

আবেদনের পদ্ধতি: https://mazagondock.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

অনলাইন পরীক্ষা হবে ৩০ জুলাই ২০২২ তারিখে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে (Mazagon dock apprentice 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version