Site icon জীবিকা দিশারী

ম্যাজাগন ডকে ৪১০ অ্যাপ্রেন্টিস


ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৪১০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: MDLATS/03/2020.

শূন্যপদ: গ্রুপ ‘এ’ (দশম শ্রেণি পাশ): ইলেক্ট্রিশিয়ান: ৩১ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৯, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২), ফিটার: ৫৭ (অসংরক্ষিত ২৪, ওবিসি ১৭, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩), পাইপ ফিটার: ৬৪ (অসংরক্ষিত ২৬, ওবিসি ১৯, ইডব্লুএস ৬, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪), পাইপ ফিটার: ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ১), স্ট্রাকচারাল ফিটার: ৪৩ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১২, ইডব্লুএস ৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)।

গ্রুপ ‘বি’ (আইটিআই পাশ): আইসিটিএসএম: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), ইলেক্ট্রনিক মেকানিক: ২৯ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৮, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২), ফিটার স্ট্রাকচারাল (আইটিআই ফিটার): ৫৪ (অসংরক্ষিত ২৩, ওবিসি ১৬, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩), কার্পেন্টার: ২৮ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৮, ইডব্লুএস ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)।

গ্রুপ ‘সি’ (অষ্টম শ্রেণি পাশ): রিগার: ৪০ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১২, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২), ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৩৯ (অসংরক্ষিত ১৭, ওবিসি ১১, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)।

স্টাইপেন্ড: গ্রুপ এ-তে প্রথম বছরে মাসে ৬০০০ টাকা ও দ্বিতীয় বছরে মাসে ৬৬০০ টাকা। গ্রুপ বি-তে কার্পেন্টারের ক্ষেত্রে ৭৭০০ টাকা, বাকি ডিসিপ্লিনে ৮০৫০ টাকা। গ্রুপ সি-তে প্রথম বছরে ৫০০০ টাকা ও দ্বিতীয় বছরে ৫৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

ট্রেনিংয়ের সময়সীমা: গ্রুপ এ ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর, গ্রুপ বি ১ বছর। গ্রুপ সি-র রিগার ডিসিপ্লিনে ২ বছর এবং ওয়েল্ডার ট্রেডে ১ বছর ৩ মাস।

বয়সসীমা: গ্রুপ এ পদে বয়স হতে হবে ১৫-১৯ বছরের মধ্যে, গ্রুপ বি-তে ১৬-২১ বছরের মধ্যে এবং গ্রুপ সি পদে ১৪-৮ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: গ্রুপ এ: ইলেক্ট্রিশিয়ান, ফিটার ও স্ট্রাকচারাল ফিটার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে জেনারেল সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ প্রথম চেষ্টায় এসএসসি পাশ।

পাইপ ফিটার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে প্রথম চেষ্টায় এসএসসি পাশ।

গ্রুপ বি: আইসিটিএসএম, ইলেক্ট্রনিক মেকানিক, কার্পেন্টার, স্ট্রাকচারাল ফিটার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

গ্রুপ সি: রিগার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে সায়েন্স ও ম্যাথমেটিক্স সহ প্রথম চেষ্টায় অষ্টম শ্রেণি পাশ।

সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের নম্বরের বিধিনিষেধ নেই।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://mazagondock.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

 

https://mazagondock.in/writereaddata/career/MDL_ATS_Rules_&_Regulation_Selection_of_Trade_Apprentices_Batch_2020_1222202025959PM.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version