দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৩৯ মেডিকেল অফিসার ও স্পেশ্যালিস্ট নিয়োগ

2384
0
KMC Recruitment 2023

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধীন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৩৯ জন মেডিকেল অফিসার ও মেডিকেল স্পেশ্যালিস্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: DSP/Pers/Rectt/2020-21/DR/1.

শূন্যপদ: মেডিকেল অফিসার জিডিএমও: ২৩, মেডিকেল অফিসার ডেন্টাল: ১, মেডিকেল অফিসার অকুপেশনাল: ১, মেডিকেল স্পেশ্যালিস্ট (বায়োকেমিস্ট্রি, ডেন্টাল, ইএনটি, গাইনো, মেডিসিন, অফথ্যালমোলজি, অর্থোপেডিক্স, সাইকিঅ্যাট্রি, রেডিওলজি, সার্জারি): ১০, মেডিকেল স্পেশ্যালিস্ট (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর): ১, মেডিকেল স্পেশ্যালিস্ট (পাবলিক হেলথ): ১, মেডিকেল স্পেশ্যালিস্ট (প্লাস্টিক সার্জন বার্ন ইউনিট): ১, মেডিকেল স্পেশ্যালিস্ট (ব্লাড ব্যাঙ্ক): ১।

বয়সসীমা: মেডিকেল অফিসার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৪ বছর এবং মেডিকেল স্পেশ্যালিস্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৪১ বছর। সবক্ষেত্রেই বয়স ধরা হবে ৯ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষা ও মেডিকেল স্পেশ্যালিস্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ৭০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ১০০ টাকা।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

https://www.sailcareers.com/media/uploads/02_12_2020_DSP_Detail_Advertisement_for_SAIL_Website.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে পিডিএফ ফাইলে নিজের ইমেল আইডি থেকে মেল করতে হবে dspintake@gmail.com-তে। ইমেল মারফত আবেদনপত্র ও অন্যান্য নথি জমা নেওয়ার শেষ তারিখ ৯ জানুয়ারি ২০২১। যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন https://www.sailcareers.com/ লিঙ্ক থেকে।

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল