রাজ্যে ২৫২০ মেডিক্যাল অফিসার পদে আবেদনের বিস্তারিত তথ্য

1161
0
Medical officer

রাজ্যে ২৫২০ জন মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) ও জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। গত ৯ ফেব্রুয়ারি সংক্ষিপ্তভাবে আমাদের পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে (https://jibikadishari.co.in/wb-health-2/), আজ বিস্তারিতভাবে দেওয়া হল।

১) বিজ্ঞপ্তি নম্বর: R/MO (Spl.)/06/2021.

শূন্যপদের বিন্যাস: জেনারেল মেডিসিন: ১৬০, জেনারেল সার্জারি: ১৬৫, গাইনো অ্যান্ড ওবিএস: ১০৮, অ্যানাস্থেশিয়া: ২২১, অফথ্যালমোলজি: ৮৬, অটোরাইনোল্যারিনজোলজি: ৮৯, ডার্মাটোলজি: ৬, প্যাথোলজি: ৪৪, বায়োকেমিস্ট্রি: ৫৯, মাইক্রোবায়োলজি: ৫, পেডিয়াট্রিক মেডিসিন: ১২৮, অর্থোপেডিক সার্জারি: ১০১, অনকোলজি: ৭, রেডিওডায়াগনোসিস: ১০২, সাইকিঅ্যাট্রি: ২, মেডিকোলিগ্যাল: ৩০।

বেতনক্রম: পে ব্যান্ড ৪এ অনুযায়ী ১৫৬০০-৪২০০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।

যোগ্যতা: এমবিবিএস।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ০০৫১-০০-১০৪-০০২-১৬ অ্যাকাউন্ট নম্বরে ফি দিতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত।

 

২) বিজ্ঞপ্তি নম্বর: R/GDMO/07/2021.

শূন্যপদ: জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: ১২০৭ (অসংরক্ষিত ৩৭০, তপশিলি জাতি ১৭৫, তপশিলি উপজাতি ২৩১, ওবিসি এ ১২৬, ওবিসি বি ১৯৭, পিডব্লুডি ১০৮)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৩৬ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন, আবেদনের ফি ও আবেদনের পদ্ধতি ওপরের মতো।

 

মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদে নিয়োগের নোটিস দেখতে ক্লিক করুন

জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের নোটিস দেখতে ক্লিক করন

 

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল