মেডিক্যাল কলেজে ২২ মেডিক্যাল অফিসার নিয়োগ

1151
0
KMC Recruitment 2023

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে চুক্তির ভিত্তিতে মেডিক্যাল অফিসার (জেনারেল ডিউটি, স্পেশ্যালিস্ট ডিউটি) নিয়োগ করা হবে (Medical officer recruitment)৷ মেমো নম্বর: NMC/2363.

পারিশ্রমিক: মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৪০০০০ টাকা এবং স্পেশ্যালিস্ট অফিসার পদে প্রতি মাসে ৫০০০০ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ওয়াক-ইন-ইন্টারভিউ হবে আগামী ২০ মে দুপুর ২টোতে৷

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: The Conference room (1st floor) of Academy Building, NRS Medical College, Kolkata.

নোটিসটি দেখতে ক্লিক করুন