হলদিয়ায় মেডিক্যাল অফিসার নিয়োগ

1210
0
KMC Recruitment 2023

হলদিয়া ডক কমপ্লেক্স, শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে চুক্তির ভিত্তিতে ২ জন জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ও ১ জন বায়োকেমিস্ট নিয়োগ করা হবে৷

প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ইন্টারভিউ হবে ৩০ জুলাই ২০২১ তারিখ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত৷

ঠিকানা: The Office of the Sr. Dy. Manager (P&IR), 2nd Floor, jawahar Tower, PO Haldia Township, Dist- Purba Medinipur, Pin- 721607.

নাম নথিভুক্ত করতে ইন্টারভিউয়ের দিন সকাল ১১টার আগে ৯৪৩৪০৩১১৭৬ নম্বরে ফোন করতে হবে৷ বিস্তারিত জানা যাবে www.smportkolkata.shipping.gov.in ওয়েবসাইটে৷