Site icon জীবিকা দিশারী

মেডিক্যাল অফিসার নিয়োগ

Purba Bardhaman Recruitment 2024

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন আসানসোলে ২৪ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। মেমো নম্বর: DH&FWS/ASL/22-23/838.

শূন্যপদের বিন্যাস: ২৪ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ২, ওবিসি বি ২)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অথবা ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ সউপজাতি ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন পূরণ করা আবেদনপত্রের জেরক্স ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স স্পিড পোস্ট/ রেজিস্টার পোস্ট/ ক্যুরিয়রে পাঠাতে হবে The CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin 713305 ঠিকানায় ২০ অক্টোবর বিকাল ৫টার মধ্যে।

খামের উপরে লিখতে হবে ‘Application for the post of Medical Officer under Paschim Bardhaman’. অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version