Site icon জীবিকা দিশারী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৪৬৬ মেডিক্যাল স্টাফ

Purba Bardhaman Recruitment 2024

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন উত্তর ২৪ পরগনার কোভিড হাসপাতালগুলির জন্য ৪৬৬ জন মেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে দু মাসের চুক্তিতে৷

মেমো নম্বর: CMOH-N24Pgs/Estb/4109.

যে সমস্ত জায়গাগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল: সিএনসিআই, অশোকনগর এসসজিএইচ,

বরানগর এসজিএইচ, বারাসাত ডিএইচ, বনগাঁ এসডিএইচ, গোবরডাঙ্গা আরএইচ কোভিড হাসপাতাল, নৈহাটি এসজিএইচ,

পানিহাটি এসডিএইচ, শ্রী বলরাম সেবা মন্দিরর এসজিএইচ৷

শূন্যপদ: মেডিক্যাল অফিসার: ৭৭, স্পেশ্যালিস্ট ডাক্তার: ৪৪, স্টাফ নার্স: ৩৪৫৷

পারিশ্রমিক: মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৪০০০০ টাকা, স্পেশ্যালিস্ট ডাক্তার পদে প্রতি মাসে ৫০০০০ টাকা এবং স্টাফ নার্স পদে প্রতি মাসে ১৭২২০ টাকা৷

বিজ্ঞপ্তিটি দেখতে  ক্লিক করুন

Exit mobile version