ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

1646
0
Purba Bardhaman Recruitment 2024

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন হাসপাতালগুলিতে ৪৮ জন ডাক্তার, স্টাফ নার্স, ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে (medical staff recruitment)৷

https://jhargram.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করে তা পূরণ করে

dpmjhargram2021@gmail.com –এই ইমেল আইডিতে ৯ আগস্ট ২০২১ তারিখ বিকেল ৫টার মধ্যে মেল করতে হবে৷

আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স স্ক্যান করে মেল করতে হবে৷

যোগ্যতা, শূন্যপদ, পারিশ্রমিক ও অন্যান্য বিষয়ে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে (medical staff recruitment)৷

আবেদনপত্রের বয়ান সহ নোটিসটি ডাউনলোড করতে ক্লিক করুন