রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ১৬৪৭ মেডিক্যাল টেকনোলজিস্ট

2233
0

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১৬৪৭ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

বিজ্ঞপ্তি নম্বর: R/MT(VARIOUS)/02/2021.

শূন্যপদ: মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড থ্রি: ৬৩৩ (অসংরক্ষিত ৩২৭, তপশিলি জাতি ১৪০, তপশিলি উপজাতি ৩৮, ওবিসি এ ৬৪, ওবিসি বি ৪৪, পিডব্লুডি ২০), মেডিক্যাল টেকনোলজিস্ট (ওটি) গ্রেড থ্রি: ৫৬৬ (অসংরক্ষিত ২৯৩, তপশিলি জাতি ১২৫, তপশিলি উপজাতি ৩৪, ওবিসি এ ৫৭, ওবিসি বি ৪০, পিডব্লুডি ১৭),

মেডিক্যাল টেকনোলজিস্ট (ইসিজি) গ্রেড থ্রি: ২৮১ (অসংরক্ষিত ১৪৪, তপশিলি জাতি ৬৩, তপশিলি উপজাতি ১৭, ওবিসি এ ২৮, ওবিসি বি ২০, পিডব্লুডি ৯), মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার), গ্রেড থ্রি: ১৬৪ (অসংরক্ষিত ৮৪, তপশিলি জাতি ৩৬, তপশিলি উপজাতি ১০, ওবিসি এ ১৭, ওবিসি বি ১২, পিডব্লুডি ৫),

মেডিক্যাল টেকনোলজিস্ট (পিঅ্যান্ডও), গ্রেড থ্রি: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১), মেডিক্যাল টেকনোলজিস্ট (ইইজি/ ইএমজি) গ্রেড থ্রি: ১ (অসংরক্ষিত)।

বেতনক্রম: লেভেল ৯ অনুযায়ী ২৮৯০০ টাকা।

যোগ্যতা: ১) ডব্লুবিসিএইচএসই থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ সমতুল পরীক্ষা পাশ।

সঙ্গে ২) সংশ্লিষ্ট বিষয়ে মেডিক্যাল টেকনোলজিতে দু বছরের ডিপ্লোমা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধবসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১৬০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ‘০০৫১-০০-১০৪-০০২-১৬’ অ্যাকাউন্টে ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখতে ক্লিক করুন

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল