সঙ্গীত নাটক অ্যাকাডেমিতে কাজের সুযোগ

184
0
Ministry of Culture Recruitment

মিনিস্ট্রি অব কালচারের অধীন সঙ্গীত নাটক অ্যাকাডেমিতে অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। Ministry of Culture Recruitment

যোগ্যতা ও বয়সঃ অ্যাসিস্ট্যান্ট এডিটরঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক।

কপি এডিটির, প্রুফ রিডিং, লেআউট এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে।

কোনো পাবলিশিং হাউস, নিউজপেপার বা ম্যাগাজিনে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে।

পাবলিকেশন অ্যাসিস্ট্যান্টঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক। হিউম্যানিটিস/ সোশ্যাল সায়েন্সে ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

প্রুফ রিডিং, ডিজাইনিং লেআউট, প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং অব বুকস, জার্নালসে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ২৮-৩৫ বছরের মধ্যে।

বেতনঃ অ্যাসিস্ট্যান্ট এডিটর পদে বেতন লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০-১৪২৪০০ টাকা।

পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা।

ভারত ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ার নিয়োগ

আবেদনের ফিঃ ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী,

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রার্থী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

মালদা মেডিক্যাল কলেজে কর্মখালি

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.sangeetnatak.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলে অ্যাপ্রেন্টিস

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে To the Secretary, Sangeet Natak Akademi,

Rabindra Bhavan, 35 Feroza Shah Road, New Delhi-110001 ঠিকানায়।

খামের উপরে লিখতে হবে ‘Application for the post of …………..’. আবেদনের শেষ দিন ১৮ নভেম্বর ২০২৪ তারিখ। Ministry of Culture Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন