সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ

1486
0
Govt Jobs 2024

রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বিনাখরচে সরকারি চাকরির প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন)।

লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের যোগ্য: যে কোনো শাখায় স্নাতক (মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে)।

প্রার্থীকে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত (খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, জৈন, পার্সি ও শিখ) হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে।

ট্রেনিংয়ের সময়সীমা ও বিষয়: প্রশিক্ষণের সময়সীমা ১২ মাস। যে সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হল- ডব্লুবিসিএস (এগজিকিউটিভ),

ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল/ লিগ্যাল সার্ভিসেস, মিসলেনিয়াস সার্ভিসেস, সাব-ইনস্পেক্টর অব পুলিশ, কৃষি প্রযুক্তি সহায়ক

এছাড়াও কেন্দ্রীয় সরকারের বেশ কিছু পরীক্ষা যেমন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা সহ স্টাফ সিলেকশন কমিশনের অন্যান্য পরীক্ষা, পোস্টাল ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স বুরো, ভারতীয় রেলওয়ে (নন-টেকনিক্যাল)।

 

  ডিভিসিতে মেডিক্যাল অফিসার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

আবেদনের পদ্ধতি: www.wbmdfc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত।

স্ক্রিনিং টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ে বাছাই ছাত্রছাত্রীদের ফাইনাল সিলেকশনের সময় ২০০০ টাকা সিকিউরিটি ডিপোসিট হিসেবে দিতে হবে।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সিকিউরিটি মানি দিতে হবে, ডিমান্ড ড্রাফট কাটতে হবে WBMDFC অনুকূলে।

 

সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে ৪৫০ অ্যাপ্রেন্টিস নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

লেখা পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল নথি সঙ্গে নিয়ে যেতে হবে।

আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ১৮০০-১২০-২১৩০ নম্বরে ফোন করতে পারেন (Minority Development)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন