কলকাতার টাঁকশালে ৫৪ সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট

11208
0

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের অধীন কলকাতার টাঁকশালে (MINT) ৫৪ জন সুপারভাইজার, এনগ্রেভার, জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিশিয়ান (ইলেক্ট্রনিক্স) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: IGMK/HR(Estt.)/Rect./01/2020.

শূন্যপদ: সুপারভাইজার: ১০ (মেকানিক্যাল ৮, সিভিল ১, মেটালার্জিক্যাল ১), এনগ্রেভার থ্রি: ৬ (স্কাল্পচার ২, মেটাল ওয়ার্কস ২, পেইন্টিং ২), জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: ১২ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, ওবিসি ৩, ইডব্লুএস ১), জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট: ১০ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১), জুনিয়র টেকনিশিয়ান ইলেক্ট্রনিক্স: ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)।

বয়সসীমা: সুপারভাইজার পদের জন্য বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। জুনিয়র টেকনিশিয়ান ইলেক্ট্রনিক্স পদের জন্য ১৮-২৫ বছরের মধ্যে এবং বাকি পদগুলির ক্ষেত্রে ১৮-২৮ বছরের মধ্যে। বয়স ধরা হবে ১৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখের হিসাবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: সুপারভাইজার: মেকানিক্যাল/ সিভিল/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা। সংশ্লিষ্ট ট্রেডে বিটে/ বিই/ বিএসসির মতো উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।

এনগ্রেভার থ্রি: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফাইন আর্টসে (স্কাল্পচার/ মেটাল ওয়ার্কস/ পেইন্টিং) ব্যাচেলর।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক সঙ্গে কম্পিউটারের জ্ঞান এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে/ হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড থাকতে হবে।

জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক সঙ্গে কম্পিউটারের জ্ঞান এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে/ হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড।

জুনিয়র টেকনিশিয়ান (ইলেক্ট্রনিক্স): ইলেক্ট্রনিক্স ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই সার্টিফিকেট সঙ্গে এনসিভিটি থেকে এক বছরের এনএসি সার্টিফিকেট।

প্রার্থী বাছাই পদ্ধতি: সুপারভইজার ও এনগ্রেভার পদে অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র বুলিয়ন অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইন পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে এবং জুনিয়র টেকনিশিয়ান (ইলেক্ট্রনিক্স) পদে অনলাইন পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার ফি: ৬০০ টাকা (পরীক্ষার ফি+ ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: http://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

https://igmkolkata.spmcil.com/UploadDocument/Advt%20for%20Recruitment%20to%2054%20Posts%20in%20Diff.%20Categories%20at%20India%20Govt%20Mint,%20Kolkata(A%20Unit%20of%20SPMCIL).071db2f6-9046-4eeb-b476-169d0bdd2ded.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল