ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় (সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডয়া লিমিটেডের অধীন) সুপারভাইজার, Mint Kolkata Recruitment
এনগ্রেভার এবং জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৯টি। বিজ্ঞপ্তি নম্বর: IGMK/HR (Estt.)/Rect./01/2023.
যোগ্যতা ও বয়স: সুপারভাইজার: হিন্দি/ ইংরেজিতে মাস্টার ডিগ্রি। স্নাতক স্তরে হিন্দি বা ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে।
ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
আইটিবিপিতে মাধ্যমিক পাশ হেড কনস্টেবল
এনগ্রেভার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ ফাইন আর্টসে (মেটাল ওয়ার্ক) ব্যাচেলর ডিগ্রি। বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে।
জুনিয়র টেকনিশিয়ান (বার্নিশার): এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত গোল্ডস্মিথ ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই
অথবা ম্যাট্রিকুলেশন সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত যে কোনো ট্রেডে আইটিআই সঙ্গে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরে শর্ট টার্ম কোর্স করে থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষার ফি: ৬০০ টাকা (পরীক্ষার ফি+ ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে।
অনলাইন ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে।
হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগ
আবেদনের পদ্ধতি: https://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ৮ জুন থেকে ৭ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। Mint Kolkata Recruitment