কলকাতার টাঁকশালে চাকরি

2210
0
Mint Kolkata Recruitment

ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতায় (সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডয়া লিমিটেডের অধীন) সুপারভাইজার, Mint Kolkata Recruitment

এনগ্রেভার এবং জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৯টি। বিজ্ঞপ্তি নম্বর: IGMK/HR (Estt.)/Rect./01/2023.

যোগ্যতা ও বয়স: সুপারভাইজার: হিন্দি/ ইংরেজিতে মাস্টার ডিগ্রি। স্নাতক স্তরে হিন্দি বা ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে।

ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

আইটিবিপিতে মাধ্যমিক পাশ হেড কনস্টেবল

এনগ্রেভার: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ ফাইন আর্টসে (মেটাল ওয়ার্ক) ব্যাচেলর ডিগ্রি। বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে।

জুনিয়র টেকনিশিয়ান (বার্নিশার): এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত গোল্ডস্মিথ ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই

অথবা ম্যাট্রিকুলেশন সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত যে কোনো ট্রেডে আইটিআই সঙ্গে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরে শর্ট টার্ম কোর্স করে থাকতে হবে।

বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পূর্ব বর্ধমানে কাজের সুযোগ

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার ফি: ৬০০ টাকা (পরীক্ষার ফি+ ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না, শুধুমাত্র ইন্টমেশন চার্জ বাবদ ২০০ টাকা দিতে হবে।

অনলাইন ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে।

হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি: https://igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৮ জুন থেকে ৭ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। Mint Kolkata Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন