Site icon জীবিকা দিশারী

জলপাইগুড়িতে ১৭ মেডিকেল অফিসার, নার্স


জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জলপাইগুড়িতে চুক্তির ভিত্তিতে ১৭ জন মেডিকেল অফিসার, স্টাফ নার্স, সাইকিঅ্যাট্রিক নার্স ও কমিউনিটি নার্স নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। এই নিয়োগের মেমো নম্বর: CMOH_JAL/WLK/DHFWS/1424/2020.

শূন্যপদ: মেডিকেল অফিসার ইউপিএইচসি ২: ১ (অসংরক্ষিত), মেডিকেল অফিসার ইউপিএইচসি ১: ১ (অসংরক্ষিত), জিডিএমও (এনএইচএম): ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১), স্টাফ নার্স (এনইউএইচএম): ২ (তপশিলি জাতি ১, ওবিসি বি ১), জেএনএম (থ্যালাসেমিয়া ইউনিট): ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১), সাইকিঅ্যাট্রিক নার্স: ১ (অসংরক্ষিত), কমিউনিটি নার্স: ১ (অসংরক্ষিত)।

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে CMOH & Secretary DH&FW Samiti, Jalpaiguri-র অনুকূলে, প্রদেয় হবে জলপাইগুড়িতে।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে আগামী ১৪ ডিসেম্বর, রিপোর্টিংয়ের সময় বেলা ১১টা থেকে দুপুর ১২টা। ঠিকানা: Conference Hall, DRS Building (Near Pharmacy College), CMOH Office. Jalpaiguri.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও মূল কপি এবং ডিমান্ড ড্রাফট সঙ্গে নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশনের সময় সকাল ১০টা থেকে ১১টা।

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/1424.pdf লিঙ্কে দরখাস্তের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version