মোটর ভিকল ইনস্পেক্টর পদের ইন্টারভিউ ১৯ মে থেকে

1115
0
PSC, PSC Motor Vehicle, Motor Vehicle Exam

রাজ্যের পরিবহণ দপ্তরে মোটর ভিকল ইনস্পেক্টটর (Psc motor vehicle inspector ) পদের ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন।

বিজ্ঞপ্তি নম্বর ৩২/২০১৯ অনুযায়ী মোটর ভিকল ইনস্পেক্টটর ( নন – টেক ) পদে নিয়োগের জন্য আগামী ১৯ মে, ২০ মে, ২১ মে ও ২৪ মে, ২০২১ তারিখ ইন্টারভিউ গ্রহণ করা হবে। রোল নম্বর অনুযায়ী কার কবে, কোন শিফটে ইন্টারভিউ তার তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। কাল লেটার ডাউনলোড করা যাবে আগামী ১২ মে থেকে।
বিজ্ঞপ্তির লিঙ্ক: ক্লিক করুন
Psc exam, PSC Motor Vehicle Result