কেন্দ্রীয় সরকারে মাধ্যমিক যোগ্যতায় ক্লার্ক, এমটিএস নিয়োগ

3688
0
WB Job Vacancy 2024

ভারত সরকারের পরিবেশ দপ্তরের অধীন ট্রপিকাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড টু (MTS recruitment 2022),

লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান, ফরেস্ট গার্ড এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে ৪২ জন নিয়োগ করা হবে।

শূন্যপদ: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:  ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি এনসিএল ১)।

স্টেনোগ্রাফার গ্রেড টু: ২ (অসংরক্ষিত)।

লোয়ার ডিভিশন ক্লার্ক: ৯ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজা২তি ২, ওবিসি ১)।

টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল, প্লাম্বার, ফরেস্ট গার্ড): ৩।

মাল্টি টাস্কিং স্টাফ: ১৬ (অসংরক্ষিত ৯, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এনসিএল ৪)।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট: বটানি/ জুলজি/ বায়োটেকনোলজি/ ফরেস্ট্রি একটি বিষয় সহ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি।

স্টেনোগ্রাফার: দ্বাদশ শ্রেণি পাশ, ইংরেজি বা হিন্দিতে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে টাইপিং স্পিড। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে (টাইপিং স্পিড প্রতি শব্দে ৫ কি ডিপ্রেসন)।

টেকনিশিয়ান (ইলেক্ট্রিক্যাল/ প্লাম্বার/ কার্পেন্টার): ম্যাট্রিকুলেশন সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

ফরেস্ট গার্ড: বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রে্ণি পাশ। ফরেস্ট ট্রেনিং কোর্স শেষ করার পরই কাজে যোগ দিতে পারবেন।

মাল্টি টাস্কিং স্টাফ: দশম শ্রেণি পাশ।

বয়সসীমা: স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড, মাস্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।

রাজ্য বিদ্যুতে অ্যাপ্রেন্টিস নিয়োগ

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ১৩০০ টাকা (৫০০ টাকা আবেদনের ফি+ ৮০০ টাকা প্রসেসিং ফি)।

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ৮০০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.mponline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ মার্চ ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (MTS recruitment 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন