সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে ২৫ ইঞ্জিনিয়ার, স্টেনো, এমটিএস

1775
0
ADA Recruitment 2024

সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে ২৫ জন ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান গ্রেড টু, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর: CPRI/04/2021.

শূন্যপদ: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট: ৬ (অসংরক্ষিত ৫, ইডব্লুএস ১), টেকনিশিয়ান গ্রেড টু: ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১),

অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: ৪, অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি টাইপিং): ১, স্টেনোগ্রাফার গ্রেড থ্রি: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১), এমটিএস গ্রেড ওয়ান (ওয়াচম্যান): ৪ (অসংরক্ষত ২, ওবিসি ২)।

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট: ইলেক্ট্রিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা সঙ্গে ৫ বছরে অভিজ্ঞতা।

টেকনিশিয়ান গ্রেড টু: ইলেক্ট্রিশিয়ান ট্রেডে দু বছরের আইটিআই সার্টিফিকেট সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা।

অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ বিজনেস ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ডিগ্রি সঙ্গে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে ইংরেজিতে টাইপিং স্পিড থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।

অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: আর্টস/ কমার্স/ সায়েন্স/ ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ডিগ্রি। ডিগ্রি স্তরে হিন্দি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে।

কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে এবং  হিন্দিতে প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে টাইপিং স্পিড সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা।

স্টেনোগ্রাফার গ্রেড থ্রি: কমার্স/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ বিজনেস ম্যানজেমেন্ট/ আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি।

প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে স্টেনোগ্রাফি স্পিড এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিতে টাইপিং স্পিড এবং ৩ বছরের অভিজ্ঞতা।

এমটিএস গ্রেড ওয়ান (ওয়াচম্যান): প্রাক্তন সেনাকর্মী (আর্মি/ নেভি/ ওয়ারফোর্স) সঙ্গে দশম শ্রেণি পাশ।

বয়সসীমা: ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর, এমটিএস পদে ৪৫ বছর ও অন্যান্য পদগুলিতে ৩০ বছর।

সবক্ষেত্রেই ৫ এপ্রিল ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.cpri.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। সরাসরি https://meta-secure.com/cpri-042021/ লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল