মাধ্যমিক যোগ্যতায় এমটিএস নিয়োগের আবেদন শুরু

9034
0
ssc mts

দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে কয়েক হাজার মাল্টি টাস্কিং (নন টেকনিক্যাল) স্টাফ নিয়োগের জন্য সিলেকশন কমিশনের ২০২০ সালের পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে (Multitasking staff)।

অনলাইন আবেদন করা যাবে আগামী ২১ মার্চ পর্যন্ত। শূন্যপদের হিসেব এখনও জানানো হয়নি, সময়মতো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৬ থেকে ১ জানুয়ারি ২০০৩ সালের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত ম্যাট্র্রিকুলেশন পাশ। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় দুটি পেপার থাকবে, পেপার ওয়ানে অবজেকটিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে জেনারেল ইংলিশ,

জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল অ্যাওয়্যারনেস।

মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকবে। পেপার টু ডেসক্রিপটিভ টাইপের শর্ট এসে/ লেটার রাইটিং। তাতে ইংরাজিতে ও সংবিধানের অষ্টম তপশিলির অর্ন্তভুক্ত ভাষায় প্রশ্ন থাকবে।

সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

পেপার ওয়ান পরীক্ষা হবে ১ জলুাই থেকে ২০ জুলাই পর্যন্ত এবং পেপার টু পরীক্ষা হবে ২১ নভেম্বর (Multitasking staff)।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২১ মার্চ রাত ১১.৩০ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

পেপার টু-এর ভাষার কোড নম্বর: হিন্দি (০১), ইংলিশ (০২), অ্যাসামিজ (০৩), বাংলা (০৪),

বোরো (০৫), ডোগরি (০৬), গুজরাটি (০৭), কন্নড় (০৮), কাশ্মীরি (০৯), কোঙ্কনি (১০), মৈথিলি (১১),

মালায়ালম (১২), মণিপুরি (১৩), মারাঠি (১৪), নেপালি (১৫), ওড়িয়া (১৬), পাঞ্জাবি (১৭), সংস্কৃত (১৮), সাঁওতালি (১৯), সিন্ধ্রি (২০), তামিল (২১), তেলুগু (২২), উর্দু (২৩)।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল