ডেডিকেটেড ফ্রেট করিডরে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের লিখিত পরীক্ষার ফল

633
0
Folafal Final Pic

ডেডিকেটেড ফ্রেট করডর কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের বিভিন্ন বিভাগে (সিগনাল, ইলেক্ট্রিক্যাল, এস অ্যান্ড টি, অপারেটিং) মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের জন্য বিজ্ঞাপন নম্বব্র ১১/২০১৮ অনুযায়ী গত ১০ নভেম্বর যে লিখিত পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের জন্য নির্বাচিত ৪২৬৩ জন প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা

দেখা যাবে এই লিঙ্কে: http://www.dfccil.com/upload/Website_Result_MTS_11-2018__For_PET__R8JR.pdf

ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের দিনক্ষণ কিছুদিনের মধ্যে ওয়েবসাইটেই জানানো হবে।