রাজ্য অত্যাবশ্যক পণ্য সরবরাহ দপ্তরে ১২৮ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট

4578
0
govt jobs

ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশন লিমিটেডে (ডব্লুবিইসিএসসি) ১২৮ জন ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোকিওরমেন্ট অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টস অফিসার, কমার্শিয়াল ইনস্পেক্টর, স্টেনোগ্রাফার, অডিটর, ল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ও ক্যাশিয়ার নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০২০।

বয়সসীমা: কমার্শিয়াল ইনস্পেক্টর, স্টেনোগ্রাফার, অডিটর, ল অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ও ক্যাশিয়ার পদের জন্য বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। বাকি সবকটি পদের জন্য ২১-৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসাবে বয়স ধরা হবে এবং রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ২২০ টাকা (আবেদনের ফি ১৫০ টাকা+ প্রসেসিং চার্জ ৫০ টাকা+২০ টাকা ব্যাঙ্ক চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনের ফি দিতে হবে না, প্রসেসিং ফি বাবদ ৫০ টাকা ও ব্যাঙ্ক চার্জ বাবদ ২০ টাকা দিতে হবে। ডাউনলোড করা ব্যাঙ্ক চালানের মাধ্যমে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১৬০০০০৪৩-তে ফি দিতে হবে। অনলাইন চালান ডাউনলোড করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.mscwb.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

https://www.mscwb.org/home/download/Tk9OYWdGeU9EcFVMeW81NStNTnVxYjZxd2NiWlZVeDNNVzZYOUs0V3dMV0Q4V2dkMWQrbE1KUXlYcjJDSlpwcCtNYVUvd3BTN21UNnJ2K1ExZEZwbnJnTUF1VUFsc1V2bVpOMnpSR2p2L2FMVHR1QjlGTmdTRlh5M0ZYdk1tZlE= লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল