মুর্শিদাবাদে মিড ডে মিল প্রোগ্রামে ডেটা এন্ট্রি অপারেটর

1783
0
data entry operator recruitment

মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় বেলডাঙা ব্লকে মিড ডে মিল প্রোগ্রামের অধীনে ডিটিপি অপারেটর (Data Entry Operator) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 2358(36)/Bel-2, 11.082021

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ন হতে হবে। এর সাথে কম্পিউটার এপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।

বেতনক্রম – মাসিক বেতন হবে ১৩ হাজার টাকা।

পরীক্ষা পদ্ধতি – ৩০ নম্বরের লিখিত পরীক্ষা, ১২ নম্বরের প্র্যাকটিকাল পরীক্ষা, ৮ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় ৫০% নম্বরের বেশি পেলে ইন্টারভিউ-এ ডাকা হবে।

আবেদন : প্রার্থীরা ২৫ আগস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির নিজের এটাস্টেড কপি, পর্যাপ্ত পোস্টাল স্ট্যাপ সাঁটিয়ে, একটি পাসোর্ট সাইজ ছবি দিয়ে পাঠাতে হবে। আবেদন পত্রের খামের ওপর ” APPLICATION FOR THE POST OF DATA ENTRY OPERATOR, CMDMP” লিখে দিতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To, The Block Developement Officer, Beldanga-II Devp Block, Saktipur, Murshidabad”

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন পত্রের নমুনা : ক্লিক করুন