নির্বাচন ২০২১ : আপনার জেলা (মুর্শিদাবাদ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

2507
0
Murshidabad, Murshidabad Election 2021

কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্ব​ই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।

আজকের জেলা: মুর্শিদাবাদ 

১) ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ জেলা হল মুর্শিদাবাদ (Murshidabad)। ১৭০৩ সালে বাংলা সুবার দায়িত্ব দেওয়া হয় কর্তলব খাঁকে। সেই সময় এই অংশের নাম ছিল মাকসুদাবাদ।  কর্তলব খাঁকে সম্রাট আকবর মুর্শিদ কুলি খাঁ উপাধি দেন। মুর্শিদ কুলি খাঁর আমলেই এই অঞ্চলের নাম পরিবর্তিত হয়ে নতুন নাম হয় মুর্শিদাবাদ। স্বাধীনতার পর এই অঞ্চল তৎকালীন পূর্ব পাকিস্তানে জোড়ার কথা থাকলেও অবশেষে এটি ভারতের অন্তর্ভুক্ত হয়।

২) এই জেলায় পাঁচটি সাব-ডিভিশন (বহরমপুর, লালবাগ, কান্দি, জাঙ্গিপুর, ডোমকল), তিনটি লোকসভা কেন্দ্র ও ২২টি বিধাসভা কেন্দ্র রয়েছে। জলঙ্গি ও ভাগীরথী এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী।

৩) এই জেলার মোট জনসংখ্যা প্রায় ৭২ লক্ষ (২০১১ জনগণনা অনুসারে), জনঘনত্ব ১৩৩৪ (প্রতি বর্গকিমি)।

৪) জেলায় ৭টি মিউনিসিপ্যালিটি, ২৭টি থানা, ২৫৪টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে।

৫) মুর্শিদাবাদ জেলার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, জেলার পুলিশ সুপার কে. সবরী রাজকুমার।

৬) এই জেলায় ৩৩.২১% হিন্দু ধর্মাবলম্বী, ৬৬.২৭% ইসলাম ধর্মাবলম্বী, ০.২৫% অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। জেলার সাক্ষরতা হার ৬৭.৫৩%।

৭) এই জেলায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সহ ৬টি ইঞ্জিনিয়ারিং কলেজ, দুইটি ল কলেজ সহ একাধিক মহাবিদ্যালয় রয়েছে।

৮) ভ্রমণের দিক থেকে এটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। তার মধ্যে অন্যতম হাজারদুয়ারি (নবাব নাজিম হুমায়ন জাঁ-এর আমলে নির্মীত, বিল্ডিঙের আর্কিটেক্ট ডানকান ম্যাকলেয়ড, ১০০০টি দরজা বিশিষ্ট, তিনতলা বিশালাকার রাজবাড়ি, ৪১ একর জায়গার ওপর নির্মীত)। এছাড়াও নিয়ামত ইমামবাড়া, খুশবাগ, কাটরা মসজিদ, বাচ্চাওয়ালি তোপ এরকম একাধিক দ্রষ্টব্যস্থান রয়েছে।

মালদা জেলা পরিচিতি

বীরভূম জেলা পরিচিতি

পশ্চিম মেদিনীপুর জেলা পরিচিতি

হুগলী জেলা পরিচিতি

পূর্ব মেদিনীপুর জেলা পরিচিতি

হাওড়া জেলা পরিচিতি

উত্তর ২৪ পরগনা জেলা পরিচিতি

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিচিতি

Murshidabad, Murshidabad District