মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে সায়েন্টিস্ট বি, মলিকিউলার বায়োলজিস্ট এবং এমটি ল্যাব পদে নিয়োগ করা হবে। Murshidabad Medical college recruitment
প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।
পারিশ্রমিক: এমটি ল্যাব পদে প্রতি মাসে ১৭০০০ টাকা। মলিকিউলার বায়োলজিস্ট পদে ৪০০০০ টাকা। সায়েন্টিস্ট বি পদে ৫৬০০০ টাকা।
কোস্ট গার্ডে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ
যোগ্যতা ও বয়স: এমটি ল্যাব: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।
মলিকিউলার বায়োলজিস্ট: মলিকিউলার বায়োলজি/ বায়ো কেমিস্ট্রি/ বায়ো টেকনোলজি/ মাইক্রোবায়োলজিতে মাস্টার ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।
সায়েন্টিস্ট বি: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত এমবিবিএস/ বিডিএস/ বিবিএসসি। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।
সবক্ষেত্রেই ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
স্টেট ব্যাঙ্কে ২০০০ প্রবেশনারি অফিসার
ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। ঠিকানা- Office of the Principle, Murshidabad Medical College & Hospital, Berhampore, Murshidabad.
ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে।
কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ১৬৭ চাকরি
যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ২০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে Office of the Principle, Murshidabad Medical College & Hospital, Berhampore, Murshidabad ঠিকানায়।
Murshidabad Medical college recruitment