নদিয়া জেলায় স্নাতক যোগ্যতায় ব্লক ফেসিলিটেটর নিয়োগ

1578
0
Nadia Recruitment

নদিয়া জেলায় তেহট্ট ব্লকের জন্য ব্লক লেভেল ফেসিলিটের নিয়োগের (Nadia District Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 1775/TS, Date: 13/09/2021

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাগবে। কম্পিউটার এপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট লাগবে। সংখ্যালঘু বিষয়ক বা ওয়াকফ বিষয়ক জ্ঞান থাকলে অগ্রাধিকার। এছাড়াও সোশ্যাল সেক্টরে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা : ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।

বেতনক্রম : মাসিক বেতন ১০ হাজার এবং এর সাথে টিএ/ডিএ বা অন্যান্য ভাতাও পাওয়া যাবে।

আবেদন : আগামী ৪ অক্টোবরের মধ্যে আবেদন জমা করতে হবে। আবেদন পত্রের সাথে ২ টি পাসপোর্ট সাইজ ছবি, প্রয়োজনীয় নথির কপি এবং দুটি পর্যাপ্ত স্ট্যাম্প সাঁটানো খাম দিতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Office of the Sub-DivisionalOfficer, Tehatta, Nadia

বিজ্ঞপ্তি আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিংক : ক্লিক করুন এখানে