নদীয়ায় ২২ বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার (মহিলা) নিয়োগ

1772
0

নদীয়া (Nadia) জেলায় আনন্দধারা প্রকল্পের জন্য বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার (মহিলা) পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত হবে। কৃষ্ণনগর-১ এবং চাকদহ ব্লকে শূন্যপদ রয়েছে।

শূন্যপদ চাকদহ ব্লকে ১০ এবং কৃষ্ণনগর ব্লকে ১২টি পদ রয়েছে।

যোগ্যতা যে-কোনো বিষয়ে স্নাতক হতে হবে।  অঙ্ক ও ব্যবসার বিভিন্ন দিক বোঝার মতো (বিজনেস আন্ডারস্ট্যান্ডিং) ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বেসিক কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহার জানতে হবে। মাসে অন্তত ১৫ দিন কাজ করতে হবে।

বয়সসীমা ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী ২৫ থেকে ৪৫ বছর।

আবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথির কপি দিতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন পত্রের নমুনা ডাউনলোড ও বিজ্ঞপ্তিলিঙ্কhttp://nadia.gov.in/writereaddata/TenderNotice/bdsp.pdf

 

Nadia, Nadia Recruitment