নদিয়ায় ৯ ফ্লেবোটমিস্ট পদে নিয়োগ

1373
0
WB Health, Health Facility Manager

নদিয়া জেলায় স্বাস্থ্য ক্ষেত্রে চুক্তির ভিত্তিতে ফ্লেবোটমিস্ট পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর – CMOH-Nad/6385, Dated: 12/11/2020

শূন্যপদ – এসসি ২, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, অসংরক্ষিত ৪, এসটি ১।

যোগ্যতা – মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। ফ্লেবোটমিস্ট বিষয়ে ট্রেনিং বা এক বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা লাগবে ৪০ বছর।

বেতন – মাসিক ৫০০০ পারিশ্রমিক দেওয়া হবে।

ইন্টারভিউ – প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর, ২০২০ সকাল সাড়ে ন’টার  মধ্যে উপস্থিত হতে হবে।  ইন্টারভিউ স্থল – Chief Medical Officer of Health, Nadia District Helath & Family Welfare Samity, 5 D.L Road, PO_ Krishnanagar, Dist- Nadia, PIN – 741101 । ইন্টারভিউ নেওয়া হবে সকাল ১১ টা থেকে। আবেদন পত্র পূরণ করে, তার সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং তার এটাস্টেড কপি নিয়ে যেতে হবে।

আবেদন পত্র ও বিজ্ঞপ্তি লিঙ্ক – http://nadia.gov.in/writereaddata/TenderNotice/CMOH_RECRUITMENT_NOTICE.pdf

 

Nadia, Nadia Recruitment