নার্কোটিক্স ব্যুরোয় ডেপুটেশনে ১৬৬ জুনিঃ ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ

2383
0
narcotics bureau job

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোয় ১৬৬ জন জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার (জেআইও) নিয়োগ করা হবে ডেপুটেশন ভিত্তিতে। কেন্দ্রীয়/কেন্দ্রশাসিত/রাজ্য সরকারের অধীনে কর্মরত অফিসাররা প্রয়োজনীয় যোগ্যতা ইত্যাদি থাকলে আবেদন করতে পারেন। মূল বেতন ৯৩০০-৩৪৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে ৪২০০ টাকা ও অন্যান্য ভাতা।

যোগ্য অফিসাররা সিভি ও প্রয়োজনীয় প্রমাণপত্র ফরোয়ার্ড করে পাঠাতে পারেন, এই ঠিকানায়: Deputy Director (Admn), Narcotics Control Bureau, West Block No 1, Wing No 5, R K Puram, New Delhi-110066.

প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের বয়ান, আবেদন পদ্ধতি, শেষ তারিখ (৮ ডিসেম্বর, পরে বাড়িয়ে ৭ জানুয়ারি করা হয়েছে) ও অন্যান্য বিস্তারিত তথ্য পাবেন www.narcoticsindia.nic.in ওয়েবসাইটে।