ন্যাশনাল ফার্টিলাইজারে নানা পদে ২৩

2093
0

ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড-এ একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ০২/২০২১, তারিখ ২৬.০৫.২০২১.

শূন্যপদ: সিনিয়র ম্যানেজার ২, অ্যাকাউন্ট অফিসার ৭, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৪, মেটিরিয়াল অফিসার ১০ টি পদ আছে।
যোগ্যতা―
সিনিয়র ম্যানেজার: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা ফিনান্স/ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ বা পিজিডিএম থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন অন্তত ১৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সর্বোচ্চ বয়স সীমা ৪৫ বছর।
অ্যাকাউন্ট অফিসার: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা ফিনান্স/ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ বা পিজিডিএম থাকতে হবে। পোস্ট কোয়ালিফিকেশন অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মেটিরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ অথবা, মেটিরিয়াল ম্যানেজমেন্ট ২ বছরের পিজি ডিপ্লোমা প্রয়োজন।  মেটিরিয়াল ম্যানেজমেন্টের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা লাগবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
মেটিরিয়াল অফিসার:  ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মেটিরিয়াল ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ অথবা, মেটিরিয়াল ম্যানেজমেন্টে ২ বছরের পিজি ডিপ্লোমা প্রয়োজন।  মেটিরিয়াল ম্যানেজমেন্টের কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা লাগবে। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
আবেদন― নির্ধারিত বয়ানে পূরণ করা আবেদন আগামী ২৫ জুন তারিখের মধ্যে পৌঁছতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: The Chief Manager (HR), National Fertilizers limited, A-11, Sector-24, Noida, Goutam Budha Nagar, Uttarpradesh, PIN-201301.
আবেদনের বয়ান সহ সম্পূর্ণ বিজ্ঞপ্তির লিঙ্ক: ক্লিক করুন