ফ্যাশন ইনস্টিটউটে নিয়োগ

1159
0
nurse recruitment

ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস), অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, স্টেনোগ্রাফার গ্রেড থ্রি, নার্স এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ১১ জন নিয়োগ করা হবে।

অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন পদে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর: 01/2022-Estt (NIFT Kol).

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস): কমার্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে দু বছরের অভিজ্ঞতা অথবা কমার্সে মাস্টার ডিগ্রি সঙ্গে এক বছরের অভিজ্ঞতা। অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজের জ্ঞান থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন: স্নাতক সঙ্গে এক বছরের অভিজ্ঞতা।

স্টেনোগ্রাফার গ্রেড থ্রি: স্নাতক সঙ্গে প্রতি মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড এবং প্রতি মিনিটে ৪০ শব্দের গতিতে টাইপ করতে হবে। সঙ্গে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশনে দক্ষতা থাকতে হবে।

নার্স: নার্সিংয়ে বিএসসি অনার্স। স্টেট নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। অন্তত ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১১ মার্চ ২০২২ তারিখের হিসেবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.nift.ac.in/kolkata/careers ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Joint Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Block-LA, Plot-3B, Sector-III, Salt Lake City, Kolkata- 700106 ঠিকানায়।

যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম খামের উপরে লিখতে হবে। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ১১ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫.৩০-এর মধ্যে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আবেদনের ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন